মিজানু ররহমানঃ
মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামীলীগের বর্ধিত সভা- ২০২০ অনুষ্ঠিত হয়েছে। আজকে বেলা ১১ টারদিকে সিংগাইর উপজেলার ভাকুমগ্রামে অবস্থিত বাউল কমপ্লেক্স ভবনচত্তরে এ সভাঅনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ-২ আসনেরএমপি আন্তর্জাতিক কন্ঠশিল্পী মমতাজ বেগম। উপজেলা আওমীলীগের সাধারনসম্পাদক হাজী আব্দুল মাজেদ খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তি যোদ্ধা এ্যাড গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুস সালাম পিপি।
আরো বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, এবিএম হেলাল উদ্দিন, মানিকগঞ্জ পৌর মেয়র আ’লীগ নেতা গাজি কামরুলহুদা সেলিম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খাঁন আপেল, কাজীএনায়েত হোসেন টিপু, যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক রাজাসহ আরো অনেকে।বক্তব্যে জেলাআ’লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ৭১’-এ যুদ্ধ কালিন সময়ে জেলার সিংগাইর উপজেলার পটভূমি খুবই গুরুত্বপূর্ণ ও বহু স্মৃতি বিজড়িত। আ’লীগকে সুসংগঠিত করণে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেস ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবার প্রতি আহবান জানান তারা।
উল্লেখ্য যে, গত উপজেলা পরিষদ নির্বাচনে এমপি মমতাজের ঘনিষ্ঠ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ভিপি শহিদুর রহমান নৌকাপ্রতিক পাওয়ায় শুরু হয় নৌকা প্রতিক প্রত্যাশীদের বিদ্রোহ । যদিও ঐ নির্বাচনে নৌকা প্রার্থী শহিদুর রহমান বিদ্রোহীপ্রার্থী হান্নান এর কাছে বিপুল ভোটেপরাজয় বরণকরেন। এই থেকে শুরু হয় আওয়ামীলীগের গ্রুপিং রাজনীতির। এতে করেবিব্রতকর পরিস্থিতিতে পড়েযান তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। পরবর্তীতে আ’লীগের বিভিন্ন সভাসমাবেশে এমপির গ্রুপকেই দেখা গেলেও দেখা মেলেনি মাজেদ-হান্নানগ্রুপের কাউকে। আ’লীগের বৃহত্তর একটি অংশকে বাদ দিয়ে সভা সমাবেশ করার অভিযোগও তোলেন মাজেদ-হান্নানগ্রুপের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর জেলাআ’লীগেরশীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দদের মধ্যস্থতায় আজ থেকে এ গ্রুপিং রাজনীতির অবসানহলো। এতে স্বস্তি ফিরেএসেছে তৃনমূল নেতাকর্মীদের মাঝে। তবুওমনের মিলনাহলে কাধেকাধমিলিয়ে নাচলতেপারলে
আ’লীগেরক্ষতিহবেবলেমনেকরেনআ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহসভাপতিএ্যাড: শাখাওয়াত হোসেন, সিংগাইর উপজেলাপরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান ইঞ্জি: রবিউল আলম উজ্জ্বল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, জেলাপরিষদের সদস্য এ্যাড: কহিনুর ইসলাম সানি, আ’লীগের যুগ্ম সম্পাদক ভিপি শহিদুর রহমান, ছাইয়েদুল হক, উবায়দুল হক, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু, তালেবপুর ইউপি চেয়ারম্যান রমজান আলী, ধল্লাইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়া, যুবলীগসভাপতিতমিজউদ্দিনসহ তৃনমূলপর্যায়েরবিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।