র্যাব ৭-এর অধিনায়ক মশিউর রহমান বলেন, শুক্রবার সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার রুমা উপজেলার কেওক্রাডং এলাকায় এই অভিযান চালানো হয়।তবে এ সময় র্যাব কাউকে আটক করতে পারেনি।র্যাব কর্মকর্তা মশিউর বলেন, রুমা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমটার দূরে কেওক্রাডংয়ের আশপাশে গভীর জঙ্গলে এসব পপির চাষ হচ্ছিল। প্রায় সাত একর জমির চারটি ক্ষেতের খোঁজ পান তারা। বিদেশে পাচারের জন্য অবৈধভাবে এর চাষ হয়।
র্যাব কর্মকর্তা বলেন, চারটি ক্ষেত থেকে প্রায় ৬০ কেজি পপির রস উদ্ধার করেন তারা। পরে ক্ষেত ও রস ধ্বংস করা হয়েছে। ক্ষেতের মালিককে খোঁজা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন