বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন (বিডিএসএফ) চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । পেশাদার সাংবাদিকদের সমন্নয়ে গঠিত কমিটিতে বিবিসি টুয়ান্টি ফোর নিউজ এর সম্পাদক মাহামুদুল হাসান রাকিব কে আহবায়ক, দি কমার্সিয়াল টাইমস এর চট্রগ্রাম প্রতিনিধি সজল চৌধুরী কে যুগ্ন-আহবায়ক ও দৈনিক প্রিয় বাংলাদেশ পত্রিকার চট্রগ্রাম প্রতিনিধি খোকন মজুমদার রাজিব কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট চট্রগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন(বিডিএসএফ) এর কেন্দ্রীয় কমিটি।
আজ শনিবার (২৫ ই জানুয়ারী) চট্রগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির প্রেরিত কপিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বাক্ষর করে উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন।
এ সময় তারা সাংবাদিকদের কল্যানে কাজ করার জন্য চট্রগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির প্রতি আহবাণ জানান। এবং আগামী তিন মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করেন।