মিজানুর রহমান,
মানিকগঞ্জ- ২ আসনের সাংসদ কন্ঠশিল্পী মমতাজ বেগম সিংগাইর উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তুর স্থাপন ও নির্মাণ কাজ এবং সরকারি হাসপাতালে ১টি এ্যাম্বুলেন্সের শুভ উদ্ভোধন করেছেন ।
আজকে বেলা ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভাটিরচর গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন । এরপর বেলা ২ টার দিকে একই ইউনিয়নের খাশেরচর মাহমুদিয়া আলিম মাদ্রাসার ৪ তলা ভিত বিশিষ্ট ৪ তলা ভবনের শুভ উদ্ভোধন করেন তিনি । এরপর বেলা ৪ টার দিকে সিংগাইর সদর সরকারি হাসপাতালে ১টি এ্যাম্বুলেন্সের শুভ উদ্ভোধন করেন । এসময় এমপি মমতাজ বেগম হাসপালের কর্মকর্তা ( টিএসও) সেকেন্দার আলী মোল্লার নিকট এ্যাম্বুল্যান্সেরর চাবি হস্তান্তর করেন । উদ্ভোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ভিপি শহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি, রবিউল আলম উজ্জল, জেলা পরিষদের সদস্য এ্যাড, কোহিনুর ইসলাম সানি, আব্দুল আলিম কোম্পানি, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া প্রমূখ ।
এরপর তিনি বায়রা কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ।