ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন্-উর-রশিদ আসকারী এ লাইব্রেরীর উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, ‘নারীদের ব্যাপারে আমাদের প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শারীরিক দিক থেকে মেয়েরা পুরুষের চাইতে অপর্যাপ্ত। কিন্তু বাস্তব দিক হল কর্মক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। শুধু সন্তান জন্মদানই নারীর কাজ নয়। জৈবিক দিক থেকে নারীকে দমানোর চেষ্টার দিন শেষ হয়ে গেছে। নারী বিকশিত হবে সমাজ বদলে দেবার হাতিয়ার হিসেবে। নারীরা হবে বর্তমান সমাজের ডিসিশন মেকার। আজকের এ লাইব্রেরীর উদ্বোধনের মধ্য দিয়ে নারীরা বঙ্গন্ধুর আদর্শে উজ্জীবিত হবে।’
হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ‘প্রাথমিক ভাবে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ বিষয়ক ২১৮টি বই নিয়ে এ লাইব্রেরির যাত্রা শুরু করা হয়েছে। পরর্বতীতে এই লাইব্রেরীকে সমৃদ্ধ করতে কাজ করা হবে।’