আশুলিয়ায় ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় ৩টি গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ি আহাদ নগর এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে তিন জন মালিকের বেশ কয়েকটি গোডাউন পুড়ে গেছে। এসব গোডাউনে কার্টুন, সুতা, কাপর সহ বিভিন্ন আইটেমের ঝুট ছিলো।
আমাদের খবর / শফিক
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন