ইবি প্রতিনিধি-
‘মুজিববর্ষে অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে আলোচনা সভার আয়োজন করে কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখা।
কনজুমার ইয়ুথ ইবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. মেহের আলী। বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. রাশেদুজ্জামান, প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। কনজুমার ইয়ুথ ইবি শাখার সাধারণ সম্পাদক শাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে সহ-সভাপতি শামিমুল ইসলাম, আবু ইউসুফ আসকারী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রফেসর ড. মেহের আলী বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণের জন্য প্রচলিত আইন থাকলেও তা প্রয়োগের যথেষ্ট প্রাতিষ্ঠানিক সক্ষমতা নেই। এর ফলে কিছু অসাদুব্যবসায়ী ভোক্তাদের প্রতারিত করেই যাচ্ছে। সরকারকে এ ব্যাপারে শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের দিবসটি (বিশ্ব ভোক্তা অভিধকার) বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছে কনজুমার ইয়ুথ বাংলাদেশ।