আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে।
আজ ১৭মার্চ মঙ্গলবার রাত আটায় সময় ভাদাইল উত্তর পাড়া সাধু মার্কটে কৃষক লীগের কার্ষলায় কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত করেন।
এসময় ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কিসমত আলী বলেন, শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নানা আয়োজনের প্রস্তুতি থাকলেও করোনা মোকাবেলায় মানননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় করোনা প্রতিরোধে নানা ধরনের পরামর্শ তুলে ধরা হয় অনুষ্ঠানে।
এসময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার ও ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হাজী আবু সাদেক ভূইঁয়া, ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ উজ্জল,আশুলিয়া থানা কৃষক লীগের বন ও পরিবেষ বিষয়ক সম্পাদক আব্দুল হাই,ধামসোনা ইউনিয়ন ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ ইব্রাহিম, ফারুক হোসেন, আব্দুল কাদের, রজব আলী, ধামসোনা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নুর মোহাম্মদ,সহ সভাপতি হযরত আলী, মোঃ তৌহিদুল ইসলাম,মোঃ আব্দুল কুদ্দুুস প্রচার সম্পাদক ধামসোনা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের আন্যান নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।