নাসিম আহমেদ রিয়াদ
উল্লাপাড়া উপজেলায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জননেতা তানভীর ইমাম এমপি দিকনির্দেশনায় পূর্ণিমাগাঁতী ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে এডিপির অর্থায়নে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে।গতকাল ১৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চত্বরে সেলাই মেশিন ও টিউব ওয়েল দুঃস্থ নারীদের হাতে তুলে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন সরকার ।
এসময় অন্যান্যদের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উল্লাপাড়া শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোমিন ভূঁইয়া সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল ইউপি সদস্য বৃন্দ” উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে ২৮টি পরিবারকে টিউবওয়েল, হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।