মিজানুর রহমান
মানিকগঞ্জের সিংগাইরে মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতার অর্থায়নে করোনার প্রভাবে কর্মহীন, গরিব ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে ।
আজকে শুক্রবার বেলা ৩ টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা পাঁচতলা ভবন সংলগ্ন ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে ৭ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন দীনইসলাম ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের অর্থায়নে এলাকার গরিব, অসহায় এমন প্রায় ৬০ টি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি করে ডাল, পেয়াজ, আলু ছাড়াও ১ টি করে সাবান বিতরন করেন । ধল্লা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান বলেন, এমন মহতি কাজ করতে আমি প্রত্যেক ওয়ার্ডের বিত্তবান নেতাকর্মীদের বার্তা দিয়েছি ইতিমধ্যে । ৭ নং ওয়ার্ডে আজকে গরিব অসহায়দের পাশে দাড়ানোর জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ কনে ত্রান সামগ্রী বিতরনে সহযোগীতা কারীদেরও ধন্যবাদ জানান এই নেতা এবং সেই সাথে এলাকার বিত্তবানদের নিজ সামর্থ্যানুযায়ী গরিব দুখিদের পাশে থাকতে আহ্বান জানান ।