শফিকুল ইসলামঃ
র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটন, অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারসহ আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত ও দুঃস্থ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রাকৃতিক দূর্যোগসহ যেকোন পরিস্থিতে র্যাব-৪ সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ে চলমান করোনা ভাইরাস (COVID-19) বিস্তার প্রতিরোধে কর্মকান্ডের অংশ হিসেবে র্যাব-৪ এর আওতাধীন টেকনিক্যাল, গাবতলী, আমিনবাজার, হেমায়েতপুর ব্যাংক টাউন, সাভার, জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয় গেট, নবীনগর বাস স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় র্যাব-৪ এর অধিনায়ক মহোদয়, অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম স্বশরীরে উপস্থিত থেকে চেক পোস্ট করেন এবং বাহিরমূখী, ঢাকামূখী ও বিনা করণে ঘুরে বেড়ানো লোকজনকে বাহিরে আসার কারন জিজ্ঞাসাবাদ করেন এবং তাদেরকে গৃহে ফেরত পাঠানোর ব্যাবস্থা করেন। চেক পোস্টের মাধ্যমে বাহিরে আগত লোকজনদের রোগের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা হচ্ছে ও রোগের বিস্তার রোধে গৃহে নিরাপদে অবস্থানের কথা বলা হচ্ছে ও তাদের নৃত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও আনুসাঙ্গিক দ্রব্যের জন্য র্যাবের সহায়তা নিতে বলা হচ্ছে। র্যাব-৪ এর আওতাধীন এলাকাসমূহে রোবাস্ট প্রেট্রলিং এর মাধ্যমে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি, করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে আহবান করা হচ্ছে। রোগের ভয়াবহতা এবং লক্ষন উল্লেখ পূর্বক বিভিন্ন এলাকায় ব্যানার/ফেস্টুন টানিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে জনসাধারাণকে সচেতন করা হচ্ছে। গত ২৬ মার্চ ২০২০ খ্রিঃ তারিখ হতে চলমান সাধারণ ছুটি কালীন সময়ে জনগনের জান-মাল রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে র্যাব-৪ বিভিন্ন টহল অব্যহত রেখেছে। ‘‘বাড়িতে থাকুন, আমরা র্যাব-৪ আছি আপনার নিরাপত্তায়’’ ¯স্লোগানকে সামনে রেখে সরকার ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় রেখে র্যব-৪ এর আওতাধীন বিভিন্ন এলাকায় প্রতিদিন শতাধীক দরিদ্র দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবি, গৃহবন্দী অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী ও অন্যান্য আনুসাঙ্গিক দ্রব্য বিতরণ অব্যহত রয়েছে। এরাই ধারাবাহিকতায় অদ্য ০৫ এপ্রিল ২০২০ তারিখ র্যাব-৪ এর অধিনায়ক মহোদয়, অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম দুইশতাধিক দরিদ্র, অসহায় ও গৃহবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও অন্যান্য আনুসাঙ্গিক দ্রব্য বিতরন করেন। পাশাপাশি ফোনের মাধ্যমে ও র্যাব-৪ এর ফেইসবুক পেইজের মাধ্যমে যারা খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য অনুরোধ করেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী ও অন্যান্য আনুসাঙ্গিক দ্রবাদি পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিদিন র্যাব-৪ এর এই জনহিতকর কার্যক্রমের পাশাপাশি সচেতনতা ও নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।