জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে মাদকসহ ইউপি সদস্য, স্কুল শিক্ষকসহ আরো চারজন কে আটক করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। রবিবার সন্ধায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের এএসআই আলামিন খন্দকার এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদারীপুর রাজৈর উপজেলার টেকেরহাট পপুলার হাই স্কুন এন্ড কলেজ সংলগ্ন ব্রিজের নিচ থেকে নয় পিছ ফেনসিডিলসহ পাঁচজন কে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলো, পেয়ারপুরের টিটু মৃর্ধা (৫৫), মস্তফাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মনজুর হোসেন মিন্টু সিকদার, ইলিয়াছ হাওলাদার (৩৫) মস্তফাপুর, সায়েম মুন্সি (৩৫) মস্তফাপুর, মস্তফাপুর হাই স্কুলের শিক্ষক সুৃমন হোসেন মাতুব্বর (৩৬)। একই অভিযানে বোরহান উদ্দিন (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ী কে ১৫০ পিছ ইয়াবাসহ আটক করেন। এব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) বদরুল আলম মোল্লা বলেন, এএসআই আলামিন এর নেতৃত্বে ছয়জন মাদক ব্যবসায়ী কে মাদকসহ আটক করা হয়েছে। ওই ইউপি মেম্বরকে কিছুদিন আগেও মাদকসহ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছিলো। আটককৃতদের নামে রাজৈর থানায় মাদক মামলা রুজু হয়েছে।