মিজানুর রহমান
সিংগাইরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অর্থায়নে দিনমজুর, রিক্সাচালক ও নিম্ন আয়ের অসহায় শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা করা হয়েছে । মঙ্গলবার বেলা ১০ টার দিকে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়েরর মাঠ চত্তরে অসহায় অভিভাবকদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষকদের হাতে এ খাদ্য সহায়তা প্রদান করা হয় । এসময় পুরো উপজেলার প্রত্যন্ত এলাকার চিহ্নিত দরিদ্র এমন ৪৫০ জন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি আলু ও ১ কেজি করে পেয়াজ দেয়া হয় ।
সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আকরাম হোসাইন বলেন, করোনা ভাইরাসের প্রভাবে আমাদের কোমলমতী বহু শিক্ষার্থীদের দরিদ্র অভিভাবকরা এখন বেশ অসহায় । সামাজিক ও মানবিক মূল্যবোধ থেকেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি । তিনি আরো বলেন, এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান জাতির সংকটে সহযোগীতায় এগিয়ে আসা দরকার । এখনই সুযোগ মানুষের সেবা করার ।