মিজানুর রহমান
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মটর শ্রমিকলীগের আহ্বায়ক আকাশ আহমেদ নয়ন করোনার প্রভাবে লকডাউনে থাকা অসহায় প্রায় ২৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন । গতকাল মঙ্গলবার বেলা দুপুর হতে রাত ৮ টায় সমাপ্ত দিয়ে পরদিন আজ বুধবার বিকালে তার নিজ এলাকা সিংগাইরের গাজিন্দাসহ আশপাশের লকডাউনে আটকে পড়া অসহায় এমন প্রায় ২৫০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেন । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ১ কেজি করে আলু ও পেয়াজ ছাড়াও আধা কেজি করে ডাল । গাজিন্দা গ্রামের অভাবগ্রস্থ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, নয়ন চাচা আমাদের লেইগা যা করলো তা মেম্বারও করে নাই, আল্লাহ্ ওরে বালা রাহুক এই দোয়া করি ।
আকাশ আহমেদ নয়ন বলেন, দেশের এ দুর্দিনে অসহায়দের পাশে থাকা সবারই নৈতিক ও মানবিক দায়িত্ব । আমিও আমার দায়িত্ব পালন করেছি মাত্র । এভাবে সমাজের বিত্তবানেরা এগিয়ে এসে অসহায়দের সাহায্য করতে আহ্বান জানান এই নেতা । সিংগাইর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ভিপি শহিদুর রহমান এমন জনহিতকর কাজে সন্তুষ্টি প্রকাশ করে বলেন । সিংগাইর ও হরিরামপুরের নিজ দলের সচ্ছল নেতাকর্মী ছাড়াও সমাজের বিত্তবানদের এ দুর্দুিনে অসহায়দের পাশে থাকতে আহববান করেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগম ।