জাহাঙ্গীর আলম প্রধান
আশুলিয়ার পলাশবাড়ি কামাল গেট এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় যুবলীগের ঢাকা জেলা (উত্তর) এর সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সানার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শবেবরাতের রাত বাসার অধিকাংশ ভাড়াটিয়া নামাজে ছিল।এসময় টিনসেট বাসা থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে, মুহূর্তের মধ্যে আগুন ওই লাইনে থাকা টিনসেটের ১৭টি রুমে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বাড়ির ১৭টি রুম আগুনে বশীভূত হয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘন্টা চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রেণে আসে। এসময় আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান ও মিরাজ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এসআই মিরাজ জানান, ডিউটিরত অবস্থায় সানাউল্লাহ সানার বাড়িতে আগুন লাগার খবরপেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি ,এখানে হতাহতের ঘটনা ঘটেনি তবে আগুনে পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।