সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা :
সিংগাইরে লকডাউন আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগম করার দায়ে ১৮ জন ব্যবসায়ীদের ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্রমান আদালত । শনিবার সকালে এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা । রুনা রায়লা বলেন, করোনা রোগী সনাক্ত হবার পর গত ৪ এপ্রিল সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষনা করা হয় । সেই সাথে ঔষধের দোকান ছাড়া অন্যান্য দোকান পাট বন্ধের নির্দেশ দেয়া হয় । সেই নির্দেশ অমান্য করে একদল অসাধু ব্যবসায়ী দোকান খোলা রেখে লোকসমাগম করে । তাই হ্তে নাতে ধরে এমন ১৮ জনকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয় । পরে জব্দকৃত তরিতরকারি এলাকার দরিদ্রদের মাঝে বিলিয়ে দেয়া হয় । একই দিনে উপজেলার বাইমাইল এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করে ৩ জুয়ারিকে পাঁচশত টাকা জরিমানা করেন উপজেলা সহকারি (ভূমি) মেহের নিগার সুলতানা ।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন