অদিতি”কে রক্ষা, আদমিকে বাঁচা এবং অর্থনীতি,
মানুষের জন্যই হওয়া উচিত অপরিহার্য পদ্ধতি,
একটি কে উপেক্ষাতে, অনেক কিছুরই অবনতি,
“ইনসান”কে বাঁচিয়ে, চালাতে হবে অর্থের গতি।
মানব জাতির জীবন ও সম্পদ শুধুমাত্র নির্ভর,
অর্থ,বুদ্ধিজীবীদের সঠিক দিকনির্দেশনার উপর,
বিশ্বে আজ করোনা,বদলে দিয়েছে হোমো ধারনা,
অর্থশাস্ত্রকে বাঁচিয়ে,পটল তোলতে হবে”করোনা।
নিরাপদ দূরত্ব বজায় রেখে, চালু করো ফ্যাক্টরি,
তা নাহলে,কোভিডের মৃত্যুর পরও পাবেনা মজুরি,
দীর্ঘস্থায়ী লক-ডাউন কিছুটাই বাঁচাবে মানুষকে,
কিন্তু, বিপরীতে অনাহারে মরতে হবে অনেককে।
কোটি কোটি মানুখের মধ্যে বিত্তশালী কয়জনা, দিন আনে দিন খায়, এমন মানুষই শুধু অজানা,
শত্রুতা ভুলে সরকার প্রধানদের হতে হবে সমমনা,
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দিতে হবে অর্থ ও সম্মাননা।
মানুষকে অবশ্যই বুঝতে হবে,মহামারির ধারণা।
হেলারছলে, অর্পিত আদেশ অমান্যকরা যাবে না,
পুরো পৃথ্বীতে,যুদ্ধাবস্হার সমাপন অতীব জরুরী,
তবেই থামতে পারে, কোভিড করোনার মহামারী।
এগারো দিন না খেয়েও, কেউ কেউ বাঁচতে পারে,
কোটি মানুষ একবেলা খেয়ে জীবন ধারণ করে,
নির্বোধ হয়েও আজ বুঝি, শুধই আদমের যন্ত্রণা,
তবুও রাষ্ট্রের হুকুমেতে গাফিলতি করা যাবে না।
গাড়ির চাকা ঘুরবে, কল-কারখানা খুলতে হবে,
মনুজ”কে বাঁচিয়ে রাখতে বানিজ্য চালিয়ে যাবে,
সামাজিক দূরত্বে থেকে, দেশকে মান্য করা শ্রেয়,
হু এর অর্থ, ক্ষমতা বৃদ্ধি শতগুণ না করা অপ্রিয়।
লেখকঃ আদিল মাহমুদ
ওসি( তদন্ত) পরশুরাম থানা
ফেনী জেলা
বাংলাদেশ পুলিশ