আবু জাফর সিকদারঃ
অবশেষে সুসংবাদ পেতে যাচ্ছে ঢাকা আইনজীবী সমিতির লোনের জন্য আবেদন কৃত সদস্যরা,ঢাকা আইনজীবী সমিতি কর্তৃক লোন প্রদানে অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হয়েছে বিগত ২০/০৪/২০২০ ইং তারিখ। সর্বশেষ সময় পর্যন্ত অনলাইনে ৭৫১১ টি আবেদনপত্র জমা পড়েছে। তবে এই ৭৫১১টি আবেদনপত্র থেকে যাচাই বাছাইয়ের পর মোট আবেদন গৃহীত হয় ৫৪৮৫ টিঅদ্য ৩০/৪/২০২০ ইং তারিখে এখন জরুরি সভায় ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ইকবাল হোসেন স্যারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আলী হাসান সন্চালনায় এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শ ক্রমে ৫৪৮৫ আবেদনপত্রের মধ্যে ৫ বছরের নিচে আবেদনকারীর সংখ্যা ১৮০০টি, যেখানে প্রত্যেক আবেদনের বিপরীতে ২০০০০ টাকা ঋণ প্রদান করা হইবে।
৫ বছর থেকে ২৫ বছরের মধ্যে আবেদনকারীর সংখ্যা ২৮৯০টি, যেখানে প্রত্যেক আবেদনের বিপরীতে ২৫০০০ টাকা ঋণ প্রদান করা হইবে। ।২৫ বছরের উর্ধ্বে আবেদনকারীর সংখ্যা ৩৩৫ টি,যেখানে প্রত্যেক আবেদনের বিপরীতে ৩০০০০ টাকা ঋণ প্রদান করা হইবে।এবং ভেলোবেন্ড ফান্ড যাদের নেই তাদের আবেদন সংখ্যা ৪৬০টি,যেখানে প্রত্যেক আবেদনের বিপরীতে ১০০০০ টাকা ঋণ প্রদান করা হইবে।এই ঋণ এককালীন হিসেবে ১ বছরের জন্য বিনা সুদে প্রদান করা হইবেঋণকৃত অর্থ আবেদনকারীদের ঢাকা আইনজীবী সমিতি ভবনথেকে নগদে গ্রহন করতে হইবে এবং উক্ত সময় অবশ্যই ঢাকা আইনজীবী সমিতির আইডি কার্ড সাথে আনতে হবে। ঋণ প্রধানের তারিখ পরবর্তিতে জানিয়ে দেয়া হবে