তাহসানুল হক শাহজামালঃ
জীবননগর উপজেলার উথলী গ্রামের আওয়ামী লীগ ও যুবলীগের সভাপতি এবং চুয়াডাঙ্গা জজকোর্টের নাম খাতি আইনজীবী শামসুল আরেফিন ভুট্টো (৪০) আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন।
হার্ট জনিত সমস্যায় ভুগছিলেন অনেকদিন ।গত রবিবার (০৬ ই জুন ) অনুমানিক রাত ১২টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলার প্রতিটি মানুষের হৃদয়ে তিনি বেদনার ঝড় তুলে গেছেন।
তার এই অকাল মৃত্যুতে তার তার পরিবার গভীর শোকাহত। তার পিতাও বেশ কিছুদিন আগে কিতাব উদ্দিনের মৃত্যু হয়। তার পরেই চলে গেলেন তার কনিষ্ঠ ছেলে শামসুল আরেফিন ভুট্টো এ যেন সুখের ছায়া নেমে এলো এই পরিবারে এবং গ্রামবাসী ও খুব দুঃখ প্রকাশ করেন।
গতকাল সোমবার (৭ ই জুন) ঢাকা থেকে তার লাশটি এনে উথলী মাধ্যমিক বিদ্যালয় দুপুর ২টার সময় জানাজা সম্পন্ন করে উথলী দক্ষিণপাড়া কবরস্থানে লাশটি দাফন সম্পন্ন করা হয়।
তার এই মৃত্যুতে জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ,উথলী আওয়ামী লীগের সভাপতি আবদুল হান্নান ,উথলি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও আরো অনেকে তার জানাজায় উপস্থিত হয়ে দাফন সম্পন্ন করেন।