সাভার নতুন ডিইপিজেড এর রিং শাইন টেক্সটাইল লিমিটেড এর হ্যাংক ল্যাবে কালার ম্যাচিং ম্যান মোঃ ফজলুর রহমান আর নেই। তার গ্রামের বাড়িঃ সারিয়াকান্দি, বগুড়ায় জেলা।
গত রাত আনুমানিক রাত ১২ঃ২০ মিনিটে হ্নদরোগে আক্রান্ত হয়ে ভাড়া বাসায় তিনি মারা যান। ,(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইল্লাহি রাজিউন)। তার বয়স হয়ে ছিল ৪৫ ।
রিংসাইনের সকল কর্মকর্তা কর্মচারী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাা জানাচ্ছেন। মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থনা করছেন তাঁকে যেন জান্নাত বাসী করেন, আমিন।
2136
Shares
শেয়ার করুন
শেয়ার করুন