সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল রবিবার উপজেলা পরিষদ হল রুমে ৮ই আগষ্ট ২০২১ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন- বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন মহিয়ষী নারী। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিভিন্নভাবে অনুপ্রেরণা যোগীয়েছেন। যাতে আগামী প্রজন্মরা তাকে অনুসরণ করতে পারে এজন্য নারীদের প্রতি আহব্বান জানান। পরিশেষে সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।