মাত্র ৩০ মিনিটেই লিওনেল মেসির সব জার্সি বিক্রি শেষ হয়ে গেছে। সংবাদকর্মী জোনাস জানিয়েছেন, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৩টা ৪৫ মিনিটের মধ্যে পিএসজির অফিশিয়াল অনলাইন স্টোরে মেসির সব জার্সি বিক্রি হয়ে যায়।
সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ চড়া দামেই মেসির জার্সি বিক্রি করছে পিএসজি। ১৫৭.৯৯ ইউরো তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৭২০ টাকায়।
এর আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসির পর জার্সির দামের দিক থেকে সমান অবস্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার, আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। তাদের জার্সির দাম ১০৭.৯৯ ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭৪৫ টাকা।
নিজেদের অফিশিয়াল অনলাইন স্টোরে মেসির তিনটি সংস্করণের জার্সি বিক্রি করছে পিএসজি। তবে এসব জার্সি পিএসজি এখনো আন্তর্জাতিকভাবে বাজারজাত করা শুরু করেনি। এমনকি নাইকির অফিশিয়াল অনলাইন স্টোরেও মেসির জার্সি ছাড়া হয়নি।
বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পরে খেললেও পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরবেন মেসি। মেসিকে পিএসজিতে আসার আগে নেইমার তার প্রিয় ১০ নম্বর জার্সি সেধেছিলেন।