তাহসানুর রহঃশাহজামা
২০০৪ সালের ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে শাহাদৎ বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনায় উথলী ইউনিয়ন যুবলীগের কার্যলয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২১শে আগস্ট) সকাল ৮ টার সময় আওয়ামী যুবলীগ ও উথলী ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ তত্ত্বাবধানে এ অনুষ্ঠান পরিচালিত হয়। উল্লেখ্য,১৭ বছর আগের এই দিনে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ।
মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকা। গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়। আজ সেই ২১ আগস্ট, রক্তাক্ত বিভীষিকাময় দিন। সেদিন মারা যান আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন।
আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী।আরো অনেক সাংবাদিকেরাও আহত হন।সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস (লিয়ন), সহ- সভাপতি রিন্টু আহম্মেদ ঝনু, ইউনিয়ন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ও মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনিরুল ইসলাম,ইউনিয়ন যুবলীগ সদস্য শাহিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম (জেবু), সহ-সভাপতি শাহিন,সদস্য স্বপন,মিনারুল ইসলাম সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আমানুল্লাহ ইসলাম।