বাংলাদেশ স্কাউটস গৌরীপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর উপজেলা পাবলিক হল মিলনায়তনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
আলোচনা পর্বে প্রতিবেদন পাঠ করেন বিদায়ী সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন। বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস-এর কমিশনার শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন প্রমুখ।
পরবর্তী তিন বছরের জন্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুল হাসান কামাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটার আনোয়ার হোসেন।
1024
Shares
শেয়ার করুন
শেয়ার করুন