তাহসানুর রহঃ শাহজামাল
জীবননগর উপজেলার হাসাদহ সাহিত্য পরিষদের সকলের সম্মতিতে সভাপতি নির্বাহিত হয়েছেন সাংবাদিক আতিয়ার রহমান। শুক্রবার (৮ অক্টোবর)বিকাল সাড়ে ৪ টায় হাসাদহ প্রেসক্লাব কার্যালয়ে
সাংবাদিক ডিএম মতিয়ার রহমানের সভাপতিত্বে সাহিত্য পরিষদের এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সর্বসম্মতিক্রমে হাসাদহ সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত
সভাপতি সাংবাদিক আতিয়ার রহমানকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। আলোচনা
সভায় উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সদস্য মনিরুজ্জামান রিপন,বদরুজ্জামান শ্যামল,কবির
হোসেন,বিপলু রহমান,জুম্মাত মন্ডল,শুকুর আলী মন্ডল,কবির আল চপল,সাইদুর
রহমান,লিমন হুসাইন,শ্রী নিতাই চন্দ্র সেন,এমআই আতিয়ার,তাহসানুর রহমান
শাহজান,আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন
468
Shares
শেয়ার করুন
শেয়ার করুন