বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩১ অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র ভবনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন। এবারের সম্মেলন যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, আগামী ৩১ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত গ্লাসগোতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেবেন।
461
Shares
শেয়ার করুন
শেয়ার করুন