সএসসি পাশেই ৩৯ হাজার টাকা বেতনের চাকরি! সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার বলে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার রাতে মগবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সিআইডি জানিয়েছে, ভুয়া কোম্পানি খুলে প্রতারণা করে আসছিলেন তারা।
৩৯ হাজার টাকা বেতনে চাকরি পাইয়ে দেওয়ার নামে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সাড়ে ৬ লাখ করে টাকা নিতেন তারা। এভাবে তারা গত কয়েক মাসে হাতিয়ে নিয়েছেন প্রায় এক কোটি টাকা।
গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সিকিউরিটি সার্ভিস নামের একটি ভুয়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ও প্রতিষ্ঠানের পরিচালক মাহবুবুর রহমান রুস্তম। তাদের কাছ থেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে করা চুক্তিনামা কপি, নিয়োগপত্রের ফটোকপি, বিভিন্ন ব্যক্তিদের নিয়োগপত্রসহ অন্যান্য কাগজ জব্দ করে সিআইডি