ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার ভোরে উপজেলার উজানভাটি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-হবিগঞ্জের শফিক আলীর ছেলে মো. আকাইদ (২৫), একই জেলার আরজু মিয়ার ছেলে (৩৫) ও মৃত শুক্কুর আলীর ছেলে মো. জাহির মিয়া (৩৫)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার উজানভাটি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প।
অভিযান চলাকালে ৫০ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৭৫ হাজার টাকা ও ২টি প্রাইভেটকারের চাবিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যক্তির কাছে মাদকদ্রব্য বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।