কাজী মিজানুর রহমান: ঢাকার ধামরাইয়ে বালুর ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ফরহাদ হোসেন(৪৫) নামে এক ব্যাক্তি নিহত হইয়েছেন।গতকাল শুক্রবার রাত ৭ টার সময় উপজেলার গাঙ্গুটিয়া বাজারে সংঘর্ষ হয়।এ ঘটনায় জাকারিয়া নামের একজনকে আটক করেছেন পুলিশ।
ফরহাদ হোসেন উপজেলার অর্জুনালাই গ্রামের দলু মিয়ার ছেলে।এলাকার বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়,স্থানীয় গাজীখালি নদী থেকে তোলা বালুর ব্যবসা নিয়ে অর্জুনালাই গ্রামের জাকারিয়া ও মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
শুক্রবার রাত ৭ টার সময় উভয়পক্ষ গাঙ্গুটিয়া বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় ফরহাদ হোসেন উভয়পক্ষের সংঘর্ষ থামাতে গেলে,পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।তৎক্ষনাত বাজারের লোকজন ফরহাদকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।