আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া সাধু মার্কেট এলাকার আলী হোসেনের বাড়ির ভাড়াটিয়া এক নারী বিষ পানে আত্মহত্যা করেছে।
বুধবার (১জুন ২০২২) গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুরের রসুলপুর গ্রামের আদুরী আক্তার (১৩) আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া সাধু মার্কেট এলাকার আলী হোসেনের বাড়ির ভাড়াটিয়া পারিবারিক কলহের জের ধরে বিষ পান করেন।
পরে পরিবারের লোকজন মুমূর্ষ অবস্থায় সাভার উপজেলার গণস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুরের রসুলপুর গ্রামের আদুরী আক্তার (১৩) ও একিই এলাকার অপু হোসেনের ছেলে রাজু মিয়া ( ১৮ ) বাবা মার অমতে প্রেমের সম্পর্কে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন।
আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
679
Shares
শেয়ার করুন
শেয়ার করুন