সাভারে বাস, ট্রাক ত্রিমুখী সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। রোববার সকালে ঢাকার সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইঞ্জিনিয়ার কাউসার আহম্মেদ রাব্বি, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা অন্তঃসত্ত্বা পূজা সরকার ও পরমাণু শক্তি কমিশন স্টাফ বাসের চালক রাজিব হোসেন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-আরিচা মহাড়কের বলিয়াপুর এলাকায় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে উঠে যায়।
এসময় অপরপ্রান্ত থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। একই সময়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্টাফবাহী একটি বাস সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়।
ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করেন। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।