জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে বাল্যবিবাহ প্রস্তুতির সময় আলম কাজী ও ছেলে পক্ষকে ৫,০০০ হাজার করে দুইজনকে মোট ১০,০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৯জুন) বেলা ১২ টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খয়েরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।আদালত সূত্রে জানা যায়,মেয়ে রেখা খাতুন (১৫) মিরপুর থানার হালসা গ্রামের আনেছার আলীর মেয়ে।সে হালসা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।বর কুষ্টিয়ার মিরপুর থানার ছোট আইল চারা গ্রামের ইউনুস আলীর ছেলে মুজাহিদ(২২)। ছেলে ও মেয়ে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে বিয়ে করার পরিকল্পনা করে।
বাড়ী থেকে পালিয়ে আসে ছেলের বোনায় খোকন মিয়ার বাড়ি বাজদিয়া গ্রামে।অবশেষে বিয়ের দেওয়ার জন্য বোনায় খোকন খয়েরহুদা মাহমুদুল হাসান আলম কাজীর বাড়িতে নিয়ে আসে।পরে বাল্যবিবাহ বিষয়টি জানাজানি হলে। ওই সময় অভিযান চালান ভ্রম্যমান আদালত।বর,কনে,বরের বোনায়সহ কাজীর বাড়িতে হাজির ছিলেন।ভ্রাম্যমান আদালত বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন এবং ছেলের পক্ষকে ৫,০০০ হাজার টাকা,ও মাহমুদুল হাসান আলম কাজীকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা করেন।
পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না পিতা এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিবাহ করবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি নাথ বলেন,২০১৭সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৮ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়।
857
Shares
শেয়ার করুন
শেয়ার করুন