বাউল সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগমের উদ্যোগে আসছে আগামী ১ হতে ৩ জানুয়ারি টানা ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মধুর মেলা’ । মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামে অবস্থিত বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চতে ২২তম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ‘মধুর মেলা’ ।
প্রতিদিন এ মেলাতে গান পরিবেশন করবেন দেশ ও বহিরাগত নামীদামী বাউল শিল্পীরা । ভাব বিচ্ছেদ, কবি গান, পালা গান ছাড়াও হরেক গানে মনোমুগ্ধকর পরিবেশ জমে ওঠে প্রতিবার । এবারও হবেনা তার বিপরীত । বাউল কমপ্লেক্স ভবন চত্তর মানুষের কোলাহলে পরিপূর্ণ একটি লোকারণ্যে পরিণত হয়ে যায় প্রতি বারে । ‘ মধুুর মেলা’ কে ঘিরে এখানে বসে বাহারি সব মুখরোচক খাবার দাবার । ছোট শিশুদের থাকবে বিনোদনের বিভিন্ন সু ব্যবস্থা ।
১ জানুয়ারি বিকাল ৩ টার দিকে মেলার উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামীলীগের সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক নুর-ই-আলম চৌধুরী এমপি । সমাপনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি । মমতাজ বেগম সাংবাদিকদের বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে অন্তরে আবেগে ধারন করে আপন অস্তিত্বকে লালন করা একান্ত প্রয়োজন । সেই উপলব্ধি থেকে আমার প্রয়াত বাবা বাউল সাধক আলহাজ মধু বয়াতি স্বরণে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছি মধুর মেলার । এই আয়োজনের সাথে সম্পৃক্ত সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালবাসা । মমতাজ বেগম আরও বলেন, ১ জানুয়ারি রাত ১০ টা হতে রাতব্যাপী পালাগান করবেন লতিফ সরকার ও মুক্তা সরকার ।
২ জানুয়ারি রাত ১০ টা হতে রাতব্যাপী পালাগান করবেন মানিক দেওয়ান ও রুমা সরকার । ৩ জানুয়ারি রাত ১০ টা হতে রাতব্যাপী গান করবেন কোলকাতার বিখ্যাত কবিয়াল সুমন সরকার ও বিকাশ সরকার ।