এবার কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ শুরু করেছে অ্যাপল। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে নীরবে নিভৃতে চলছে তাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষা-নিরীক্ষার কাজ।
অনেকে মনে করছনে মাইক্রোসফটের চ্যাটজিপিটি ও গুগল বার্ডকে চ্যালেঞ্জ জানাতে পারে অ্যাপলের এই চ্যাটবট।
রিপোর্টগুলোতে বলা হচ্ছে, আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরির জন্য ‘আয়াক্স’ নামের নিজস্ব কাঠামো দাঁড় করিয়েছে। আয়াক্সের মাধ্যমেই অ্যাপল চ্যাটবট পরিষেবা নিয়ে আসছে। কিছু প্রকৌশলী এই পরিষেবার নাম বলছেন ‘অ্যাপল জিপিটি’। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি, অ্যাপল কর্তৃপক্ষ।
গতকাল বুধবার ব্লুমবার্গে অ্যাপলের চ্যাটবট তৈরির প্রচেষ্টা নিয়ে প্রতিবেদন প্রকাশের পরই কোম্পানিটির শেয়ার ২ শতাংশ বেড়ে ১৯৮.২৩ ডলার হয়েছে।
1014
Shares
শেয়ার করুন
শেয়ার করুন