ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত

নরসিংদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে মেয়েকে বাঁচাতে গিয়ে মা-মেয়ে উভয়ই ট্রেনে কাটা পড়েছেন। শনিবার (১৩ জুলাই) বিকাল ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ। নিহতরা হলেন- শিবপুর উপজেলার মুনশেফেচর এলাকার মালেশিয়া প্রবাসী জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা আক্তার (২৫) ও তার শিশু কন্যা মায়মুনা আক্তার (২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে বড় মেয়ে মিনহা আক্তার (৭)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি বিকাল ছয়টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন অতিক্রম করছিলো। তখন ৩ নং লাইনে হঠাৎ পড়ে যায় বড় মেয়ে মিনহা। তাকে বাঁচাতে কোলে থাকা শিশু মায়মুনাকে নিয়ে লাইনে নেমে পড়েন সাবিনা আক্তার।

এসময় বড় মেয়েটি দৌড়ে লাইন অতিক্রম করলেও শিশু মায়মুনা ও মা ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত মিনহা আক্তারকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ হিরো জানান, বড় মেয়েটি লাইনে পড়ে গেলে মা তাকে বাঁচাতে গেলে কোলের শিশুসহ ট্রেনে কাটা পড়ে মারা যান। আহত বড় মেয়েকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা লাশ উদ্ধারের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

ঠাকুরগাঁওয়ে বিশেষ অভিযানে  আটক ১৫

ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১৫জনকে আটকের খবর নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন: ১। মোঃ শামছুল হক (৫০),পিতাঃ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x