গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৫টি ইউনিয়নে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
হলদিয়া, জুমারবাড়ী, সাঘাটা, ঘুড়িদহ, ভরতখালী সহ ৫টি ইউনিয়নে প্রায় ২০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। হলদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, পাতিলবাড়ি , উত্তর দীঘলকান্দি. দক্ষিণ দীঘলকান্দি, কালুরপাড়া, কুমারপাড়া, সিপি গাড়ামারা, কানাইপাড়া, বেড়া, গোবিন্দপুর, নলছিয়া ও হলদিয়ার ১১ টি গ্রামের প্রায় ৫ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে।
জুমারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, বেঙ্গারপাড়া, থৈকরেরপাড়া, পূর্ব আমদিরপাড়া, কাঠুর, চান্দপাড়া, কুন্দপাড়া, বসন্তেরপাড়া সহ ৭ গ্রামে ৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও ঘুড়িদহ , সাঘাটা, ভরতখালী ইউনিয়নের বাধেঁর পূর্বঞ্চলে প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব পরিবারের অনেকেই বাড়িঘর ছেড়ে অনত্র গিয়ে আশ্রয় নিচ্ছে ।
গরু-ছাগল হাসমুরগী নিয়ে এসব পরিবার বিপাকে পড়েছে। বন্যার পানিতে আমন বীজতলা, পেয়াজঁ, শাকসবজি সহ বিভিন্ন ফসল তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আকর্ষিকভাবে হুহু করে বন্যার পানি ঢুকে পড়ায় বেশ কয়েকটি কাচাঁ রাস্তা ভেঙ্গে গিয়েছে।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলী জানান, বন্যা দূর্গত এলাকার মানুষের সার্বক্ষণিক খোজঁ খবর নেওয়া হচ্ছে।