মহান মুক্তিযুদ্ধের পরবর্তি সময়ে দেশের উন্নয়ন সাফল্য অগ্রগতি অর্জনেদেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে মাছে ভাতে বাঙালির খাদ্যে আমিষের ঘাটতি পুরনের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বঙালি জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিটি মানুষকে অর্থনৈতিক সংকট মোকাবিলায় গ্রামে-গঞ্জে নদীনালা খাল-বিল পুকুর জলাশয়ে অধিক পরিমাণে মৎস চাষসহ মুক্ত জলাশয় ও অভয় আশ্রম গোড়ে তুলতে উদ্বুদ্ধ করেছিলেন।
“ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর শুভউদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত (৩১ জুলাই ২০২৪) বুধবার সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজনে রং বে রংএর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভউদ্বোধন শেষে বর্নাঢ্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে সমবেত হয়।
পরে দিবসটি পালন উপলক্ষে শহিদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড,জান্নাত আরা তালুকদার হেনরী,অর্থ ও প্রশাসন অতুরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার। উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান নুরে ফাতিমা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,জেলা জাতীয় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তালুকদার,শাহীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জাতীয় সংসদ সদস্য ড,জান্নাত আরা তালুকদার হেনরী,জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ কেএম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ জেলার বিভিন্ন পর্যায়ের সফল মৎস্য খামারী,মৎস্য চাষিদের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।