মাহবুব আলম মানিক:
আশুলিয়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে অপহরণ চক্রের অন্যতম সদস্য রিয়া মনি সহ ৫ জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সজীব এর নেতৃত্বে পুলিশের একটি দল গত বুধবার রাত ৮ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া এলাকার বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকৃতরা হলো, ১। মোমেন আলী (৪০) পিতা মোহন সরদার সাং ভাদাইল রুপায়ন মাঠ থানা আশুলিয়া জেলা ঢাকা, ২। মোঃ সুজন হোসেন (২৬) পিতা মৃত ওসমান গনি সাং ভাদাইল রুপায়ন মাঠ থানা আশুলিয়া জেলা ঢাকা, ৩। মোস্তাফিজুর রহমান হৃদয় (৩৫) পিতা মোঃ শাহ আলম মৃধা সাং বড়হর থানা উল্লাহ পাড়া জোলা সিরাজগঞ্জ, বর্তমান সাং মাধবপুর জিরানী থানা আশুলিয়া জেলা ঢাকা,৪। মোঃ জীবন ইসলাম (২৫) পিতা সাইফুল ইসলাম সাং পন্ডিতগ্রাম থানা ও জেলা নাটোর বর্তমান সাং ভাদাইল আশুলিয়া ঢাকা, ৫। আরিফিন রিয়া ( রিয়া মনি) (২৪) পিতা মৃত ফজলুর রহমান সাং মোহনগঞ্জ থানা মোহনগঞ্জ জেলা নেত্রকোনা বর্তমান সাং ভাদাইল থানা আশুলিয়া জেলা ঢাকা, ৬। মোসাঃ তানিয়া আক্তার (২৭) পিতা মৃত তোতা মিয়া সাং কাসইল থানা গাবতলি জেলা বগুড়া, ৭। মিতা আক্তার (মায়া) পিতা জাহিদুল ইসলাম সাং চলনালী থানা গুরুদাশপুর জেলা নাটোর, বর্তমান সাং মাধবপুর জীরানি থানা আশুলিয়া জেলা ঢাকা সহ অজ্ঞাতনামা কয়েজন।
এযাহার সুত্রে জানা যায়, গত ২৮/০৭/২৪ জুলাই বারেক নামের একজন গরু ব্যবসায়ী আশুলিয়া থানার সাকিনে শিমুলিয়া এলাকায় আত্মীয়র বাসায় যাওয়ার পথে জিরানি বাজার ইউটার্ণে পৌঁছালে অজ্ঞাত নামা একটি মাইক্রোবাস এসে তার সামনে এসে দাঁড়ায় এবং দুইজন ব্যক্তি গরু ব্যবসায়ী বারেককে ধাক্কাধাক্কি করে মাইক্রোবাসে তোলে অজ্ঞাত নামা স্থানে নিয়ে মারপিট করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেসময় তার কাছে থাকা নগদ ৬২ হাজার টাকা হাতিয়ে নিয়ে পরিবারের কাছে মোবাইলে আরও টাকা দাবি করেন পরে ব্যবসায়ী বারেকের ছেলে রাশিদুল বিকাশে ২৫ হাজার টাকা পাঠালে ভুক্তভোগী বারেককে পরদিন ২৯/০৭/২৪ তারিখে আশুলিয়ার কবিরপুর একটি নির্জন এলাকায় ছেড়ে দেয় চক্রটি । পুলিশ সুত্রে জানা যায় ঘটনার পরপরই ভুক্তভোগী বারেক আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে জরিতদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে ।