সাভারে বিএনপি নেতা আব্দুল গফুরে’র নেতৃত্বে আনন্দ মিছিল

বৈষম্যবিরোধী আন্দোলনের তোপে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় ঢাকা জেলার সাভার ও আশুলিয়ার গণমানুষের নেতা আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিথ্যা এর নেতৃত্বে আনন্দ মিছিলে সাভার ও আশুলিয়া থানা বিএনপিসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।

আনন্দ মিছিলটিতে বিকেল ৪টা থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা কর্মী সমর্থক ও সাধারন মানুষ মিছিল নিয়ে সাভার উপজেলা মডেল মসজিদের সামনে জরো হতে থাকে পরে বিকেল ৫ টায় আনন্দ মিছিলটিতে জনস্রোতে রুপান্তরিত হয়। এতে অংশ নেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

মঙ্গলবার (৬আগষ্ট) বিকেল ৪টার দিকে সাভার আশুলিয়া থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সাভার উপজেলা মডেল মসজিদের সামনে জরো হতে থাকে। পরে আনন্দ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য রাখেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল গফুর মিয়া, তিনি তার বক্তব্যে বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজের পুনরাবৃত্তি করা যাবে না।

আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, বিগত সময়ে তাদের ভুলভ্রান্তিগুলো ভুলে গিয়ে এখন আমরা সুন্দর, ও বলিষ্ঠ দেশ গড়ে তুলবো।

এসময় তিনি তরুণদের উদ্দেশে আরও বলেন, এই দেশ তরুণ ছাত্র ও যুব সমাজের। তোমরাই এই দেশ নতুন করে গড়ে তুলবে। আমি আবারো বলতে চাই ইতিহাস ভুলে গেলে চলবে না।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব, মোশারফ হোসেন মোসা, জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, মোবারক হোসেন, শরীফ সিকদার, বাবু ভূইয়া, রায়হান পাঠান, আলমগীর হোসেন, মোঃ সাইফুল ইসলাম, হান্নান মিয়াসহ সাভার ও আশুলিয়ার ভিবিন্ন নেতৃবৃন্দ।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x