সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার

ঢাকা জেলার সাভার-আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক অভিযানে এজাহারভুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে অন্যান্য আসামিদের সাথে ওই তিনজন আসামিকেও আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার মির্জানগর এনায়েতপুর এলাকার মৃত হাজী কফিল উদ্দিনের ছেলে মো. আব্দুল হালিম (৩৭)। তিনি হত্যা চেষ্টা মামলার আসামি। আশুলিয়ার বেলমা এলাকার হারুন অর রশিদ হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (২৭), অপরজন সাভার পৌর এলাকার মজিদপুরের সাদেক আলী ফরাজির ছেলে সালাম ফরাজি। এই দুজন হত্যা মামলার আসামি। জানা যায়, সালাম ফরাজি সাভার উপজেলা শ্রমিক লীগ নেতা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ায় সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় সাভার-আশুলিয়ায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা শহীদ ও কয়েক শত লোক আহত হলে মামলা করে ভুক্তভোগী পরিবার। সে সকল মামলার এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।

যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনের আহ্বান ডা. শফিকুর রহমানের

পতিত স্বৈরাচারের দেশি-বিদেশি দোসররা আবারও দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x