বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে অন্যান্য আসামিদের সাথে ওই তিনজন আসামিকেও আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়ার মির্জানগর এনায়েতপুর এলাকার মৃত হাজী কফিল উদ্দিনের ছেলে মো. আব্দুল হালিম (৩৭)। তিনি হত্যা চেষ্টা মামলার আসামি। আশুলিয়ার বেলমা এলাকার হারুন অর রশিদ হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (২৭), অপরজন সাভার পৌর এলাকার মজিদপুরের সাদেক আলী ফরাজির ছেলে সালাম ফরাজি। এই দুজন হত্যা মামলার আসামি। জানা যায়, সালাম ফরাজি সাভার উপজেলা শ্রমিক লীগ নেতা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ায় সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় সাভার-আশুলিয়ায় প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা শহীদ ও কয়েক শত লোক আহত হলে মামলা করে ভুক্তভোগী পরিবার। সে সকল মামলার এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।