মিরপুরে হকার হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

জুলাই আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর মডেল থানার সাগর নামে এক হকার হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ডা.এনামুর রহমানকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম সাবেক এই প্রতিমন্ত্রীর ১০ দিনের রিমান্ড চান।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট ইশিতা ইসলাম তার জামিন নাকচ করে ৬ দিনের রিমান্ডের আদেশ প্রদান করেন।

আগে রোববার (২৬ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুরকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে থেকে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন আসামিদের এলোপাথাড়ি গুলিতে মারা যান তিনি।

এই ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদি মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছেন। উক্ত মামলায় ডা.এনামুর রহমান ৩০ নম্বর আসামি।

বিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ

বিসিএসের লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে ৬টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্ত করে নম্বর পুনর্বণ্টন, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় সিলেবাস...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x