বেগম হাসিবা-পোখরাজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

ঢাকার নবাবগঞ্জে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল বেগম হাসিবা-পোখরাজ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর ফাইনাল খেলা। বেগম হাসিবা উচ্চ বিদ্যালয় মাঠে হরিষকূল ক্রিকেট একাদশ এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

চূড়ান্ত প্রতিযোগিতায় মানিকগঞ্জের আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ ও কেরানীগঞ্জ ব্রাদার্স স্কোয়াড অংশগ্রহণ করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ৩১২ রান সংগ্রহ করেন আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ। দলের পক্ষে ১২ ছয় ও ৩ চারের বিনিময়ে ইমন সর্বোচ্চ ৮৫ রান করেন।

এছাড়া আলামীন ৪৮, আরিফ ৪৫ ও রাব্বি ২৮ রান করেন। শেষ দিকে আলামিন হোসেনের ৮ বলে ৬ ছয়ের বিনিময়ে ৩৬ রানে দর্শকদের বাড়তি আনন্দ দেয়। ৩১৩ রানের পাহাড়সম টার্গেটে খেলতে নেমে নজরুলের ৬৩, রেজার ৬০ ও রায়হানের ৩৯ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৭২ রান সংগ্রহ করেন ব্রাদার্স স্কোয়াড জগন্নাথপুর। ফলে ৪০ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হন আনোয়ার আমিনুর ক্রিকেট একাদশ। খেলায় ইমন ম্যান অব দ্যা ম্যাচ ও রাসেল ম্যান অব দ্যা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ ওভারসিজ লিমিটেডের এমডি আদনান খন্দকার। উদ্বোধক ছিলেন হাসিবা-পোখরাজ কল্যাণ ট্রাস্টের ট্রেজারার খন্দকার আবু হাসান সবুজ। সমাজ সেবক শাহ্ আলম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ আলম, যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. সেন্টু মোল্লা, সিনিয়র সহ সভাপতি ডা. নুরুল ইসলাম ও বেগম হাসিবা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ছিলেন মিরাজুল ইসলাম মিরাজ, সাজ্জাদুর রহমান টিটু, নয়ন মন্ডল ও রুবেল হোসেন।

আয়োজনে সহযোগিতা করেন শাওন মন্ডল, মিদুল প্রধান, শুভ মন্ডল, রাতুল প্রধান, রনপ বৈদ্য, প্রতীক মন্ডল, বিশ্ব বৈরাগী, প্রমী মন্ডল ও অপূর্ব সহ আরো অনেকে।

নির্বাচনে পোস্টারের ব্যবহার বাদ দেয়ার সিদ্ধান্ত

নির্বাচনী আচরণবিধির খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এ সংশোধন আনা হতে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT