কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারী বুধবার বিকেলে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে ও উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে প্রধান বক্তা আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ সদস্য সচিব জেলা বিএনপি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শফিকুল ইসলাম বেবু ১ নং যুগ্ন আহ্বায়ক জেলা বিএনপি হাসিবুর রহমান হাসিব যুগ্ন আহ্বায়ক জেলা বিএনপি, মমতাজ হোসেন লিপি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রিয় কমিটি। রায়হান কবির সভাপতি কুড়িগ্রাম জেলা যুবদল, আমিমুল ইহসান আহ্বায়ক কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
কর্মী সভায় স্থানীয়ভাবে বক্তব্য রাখেন,মোখলেছুর রহমান সাবেক সভাপতি উপজেলা বিএনপি, আব্দুল হাই সরকার সাবেক সাধারন সম্পাদক উপজেলা বিএনপি, মাহবুবুর রসিদ মন্ডল সিনিয়র সহসভাপতি উপজেলা বিএনপি, গোলাম মোস্তফা সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা তার বক্তব্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনারা ধানের শীষের প্রতীককে কেন্দ্র করে এক হয়ে কাজ করুন। জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রমকে গতিশীল করতে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। সভায় বক্তারা দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে গোছাতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি হিসাবে যাদেরকে দেয়া হবে তাদের সাথে থেকে বিএনপির হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে। আপনাদের প্রতি আমাদের এই আহ্বান।