র‌্যাব-১০ এর উদ্দোগে দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

র‌্যাব-১০ এর উদ্দোগে দুস্থ ও অনাথ শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ। ‌র‌্যাব-১০ অধিনায়ক আরও বলেন, র্যাব শুধু মাত্র অপরাধ দমনেই নয়, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজ ২০ ফেব্রুয়ারি , ২০২৫, বৃহস্পতিবার, র‌্যাব মহাপরিচালকের পক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব ক্রীড়া সামগ্রী বিতরণের সময়ে এ কথা বলেন। মুন্সীগঞ্জসহ র‌্যাব-১০ এর আওতাধীন বিভিন্ন এলাকায় দুস্থ, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ দিনের অনুষ্ঠানে র‍্যাব-১০ অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান শিশুদের উদ্দেশে বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, এটি মানসিক দৃঢ়তা, দলগত চেতনা ও নৈতিকতার বিকাশ ঘটায়।

খেলার মাধ্যমে জয়ের আনন্দ উদ্যাপন ও পরাজয় থেকে শিক্ষা নেওয়া যায়। তাই শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। ক্রীড়া সামগ্রী পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং র‌্যাব-১০ এর প্রতি কৃতজ্ঞতা জানায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‍্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, জাগরণী সংসদের সহসভাপতি নুরুজ্জামান ভুঁইয়া পাপুলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে বসতবাড়ির মাটি কেটে নিলেন যুবদল নেতা

টাঙ্গাইলের মির্জাপুরে পাওনা টাকা না পেয়ে দেনাদারের বাড়ির উঠানের লাল মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ সিকদার নামের এক যুবদল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x