আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে একটি সফল পিকনিকের আয়োজন সম্পন্ন করেছেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাব। গাজীপুরে কাশিমপুর মনপুরা রিসোর্টে এই পিকনিক অনুষ্ঠিত হয়।
পিকনিকে উপস্থিত আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যসহ বাংলাদেশ প্রেস ক্লাব আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ বাবুল আহমেদ ও কাশিমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম, সহসভাপতি মো. হুমায়ুন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জিকু, নির্বাহী সদস্য মো. কুদ্দুস মিয়া, মো. মাসুদ রানাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গাজীপুরে কাশিমপুর মনপুরা রিসোর্টে জমকালো আয়োজনে যেম গান,নাটক, নৃত্য। সারাদিন ব্যাপী এই পিকনিকে আনন্দ করেছে সাংবাদিকরা।
আয়োজক কমিটির আহ্বায়ক আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান, যুগ্ম আহ্বায়ক রিপন মিয়া, শফিকুল ইসলাম, মাহবুব আলম মানিক, সোহেল রানাসহ এক ঝাঁক উদ্যোমি তরুণ সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় পিকনিকটি সারাদিন ব্যাপী আনন্দমুখর হয়ে উঠে।
পিকনিক কমিটির আহ্বায়ক বাবুল খান বলেন আমাদের আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন ভাই ক্লাবের সদস্যরা যখন আনন্দ করতে চায়, কামাল ভাই কখনো না করেন না সেউ আনন্দ করতে পছন্দ করেন। প্রতি বছরের নেয় এবারেও নিজ খরচে সদস্যদের নিয়ে কাশেমপুরের মনপুরা রিসোর্টে জমকালো আয়োজনে পিকনিকের ব্যবস্থা করেছেন।
পিকনিকের মূল আকর্ষণ ছিন লটারি, ৩০ টি আকর্ষণীয় পুরস্কার ছিল।
ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের মেয়ে মোছা. রাবেয়া আক্তার( সুমি ) ৫টি লটারি কিনে প্রথম পুরস্কার সহ মোট ৪টি পুরস্কার পেয়ে খুবি আনন্দিত।