আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগ সদস্য গ্রেপ্তার

আশুলিয়া থেকে স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেন (৪৮)কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

রোববার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার বিল্লালের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এর আগে গত শনিবার (১ মার্চ) রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, সাভারের নবীনগরের জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন নিরিবিলি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বিল্লাল। ধামসোনা ইউনিয়নের ওয়ার্ড কমিটির স্বেচ্ছাসেবক লীগের সদস্য হয়ে তিনি মাদক কারবারসহ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েন। তিনি রাজমিস্ত্রি থেকে স্বেচ্ছাসেবক লীগ সদস্য হওয়ার পর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে শত কোটি টাকার মালিক হয়েছেন। বিল্লালের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হয়েও দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার বিল্লালের সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তিনি ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

এছাড়া তার বিরুদ্ধে আশুলিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। একটি মামলায় তার যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।

আশুলিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা উত্তর এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেহেদী হাসান: হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তর এর উদ্যেগে ১৮ই রমজান ১৪৪৬ হিজরী, ১৯শে মার্চ ২০২৫ইং বুধবার আশুলিয়া বাইপাইল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x