আগামী ২১ মার্চ লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতা থেকে দুবাই হয়ে তিনি লন্ডনে পৌঁছোবেন। সফরে নানা কর্মসূচি রয়েছে তাঁর। ভাষণ দেবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সামনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে।
ভাষণে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্প, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস থেকে শুরু করে পর্যটনের পরিবেশ নিয়ে বলতে পারেন তিনি।
এই সফরে শিল্পবৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে রাজ্যের বর্তমান শিল্পনীতি এবং শিল্প-পরিবেশের কথা তুলে ধরবেন বলে জানাচ্ছে নবান্নের একটি সূত্র। এই সফরেও অন্যতম প্রধান লক্ষ্য হল পশ্চিমবঙ্গে বিনিয়োগ আনা। লন্ডনে তিনি শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকে রাজ্যে নতুন শিল্প স্থাপন, তথ্যপ্রযুক্তি, উৎপাদন ক্ষেত্র এবং পর্যটন-উন্নয়ন নিয়ে আলোচনা হতে পারে।
বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তিনি পশ্চিমবঙ্গের ব্যবসাবান্ধব নীতিগুলোর উপর জোর দেবেন। ফেব্রুয়ারি মাসে দু’দিন ব্যাপী শিল্পসম্মেলন হয়েছিল পশ্চিমবঙ্গে। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সাফল্যের দিকগুলিও সেখানকার শিল্পমহলের কাছে তুলে ধরতে পারেন তিনি। এর আগেও লন্ডন সফরের সময় সে দেশের বণিকমহলের সঙ্গে এ রাজ্যে বিনিয়োগ নিয়ে আলোচনা করেছিলেন মমতা।