মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেয়া হয়েছে।
শনিবার বিকাল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সিএমএইচের উদ্দেশে নেয়া হয়। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার চিকিৎসায় চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে শিশুটিকে ঢামেকের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ভর্তি করা হয়। শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট নেয়া হয়।
ওদিকে ওই শিশুকে ধর্ষণের ঘটনায় ওই শিশুর বোনের স্বামী, শ্বশুরসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চার আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।