বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শেখ সাঈদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (৯ মার্চ) রাতে ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বিকেলে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লা থেকে শেখ সাঈদকে গ্রেপ্তার করে পুলিশ। শেখ সাঈদ সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার বাসিন্দা। তিনি যুবলীগের সক্রিয় সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সঙ্গে থেকে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে ছিলেন। তার বিরুদ্ধে লেগুনায় চাঁদাবাজিসহ একাধিক অভিযোগও রয়েছে।
ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার বাজার রোডের ভাড়া বাড়ি থেকে শেখ সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ছাত্র-জনতা হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে। তাকে সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।