রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা খাদ্য গুদাম থেকে বের হওয়া প্রতিটি চালের বস্তায় লেখা ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। ওই নাম কালো কালি দিয়ে মুছে বিতরণ করা হচ্ছে চাল। বস্তার গায়ে এ ধরনের লেখাযুক্ত চাল বিতরণ নিয়ে বিভিন্ন স্থানে বিতর্কের জেরে গুদাম কর্তৃপক্ষ এমন কাজ করছেন বলে জানিয়েছে।
সোমবার দুপুরে সরেজমিন দেখা যায়, গোয়ালন্দ খাদ্য গুদাম থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক এবং ডিলারদের অনুকূলে শতশত বস্তা চাল ট্রাক ও নসিমন যোগে বিতরণ করা হচ্ছে।
এ সময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. মুরাদ আলী কর্মীদের মাধ্যমে প্রতিটি বস্তার গায়ে লেখা স্লোগান থেকে ‘শেখ হাসিনা’ শব্দটি কালো কালি দিয়ে মুছে তারপর যানবাহনে তুলে দিচ্ছেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ডিলারদের সেখানে উপস্হিত থাকতে দেখা যায়। আলাপকালে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুরাদ আলী বলেন, দেশের বিভিন্ন স্হানে এ বিষয়টি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হওয়ায় ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে তারা এ কাজটি করছেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ জানান, গত শনিবার ও রোববার দুইদিন খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী দুস্থদের মধ্যে ১৫ টাকা কেজি দরের ১৮২.৭৬০ মেট্রিক টন এবং জেলেদের মৎস্য ভিজিএফের ১০১.৬০০ টন চাল চেয়ারম্যান, প্রশাসক ও ডিলারদের ডিও লেটারের অনুকূলে বিতরণ করা হয়েছে।